ভিডিও শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৪:১৫ দুপুর

দাবানলে পুড়ছে হলিউড ও তারকাদের বাড়ি

দাবানলে পুড়ছে হলিউড ও তারকাদের বাড়ি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : লস অ্যাঞ্জেলসের দাবানলে পুড়ছে হলিউড! অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটনদের বাড়িও আগুনে পুড়ে ছাই। আগুন গ্রাস করেছে ক্যারি এলওয়েসের বাড়িও। আগুনে জ্বলতে থাকা বাড়ির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে হলিউড তারকারা উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিহাস বলছে, লস অ্যাঞ্জেলসে এটাই সবচেয়ে ভয়ংকর দাবানল।

লস অ্যাঞ্জেলেসের অদূরে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডস। হলিউডের অনেক তারকা সেখানে বসবাস করেন। তীব্র গতির বাতাসের কারণে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় আগুন এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে। এদিকে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে ইতিমধ্যেই পুড়ে গেছে হাজার খানেক বাড়ি। প্রকৃতির রুদ্ররোষে প্রাণ হারিয়েছেন ৫। ঘরছাড়া লক্ষাধিক। এখনও বিভিন্ন জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে। জারি রয়েছে জরুরি অবস্থা।

আরও পড়ুন

ডেইল মিরর বলছে, সর্বশেষ আগুন হলিউড পাহাড়ে ছড়িয়ে পড়ে ও দ্রুত হলিউড বোল এবং হলিউড ওয়াক অফ ফেম থেকে প্রায় এক মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিখ্যাত ‘হলিউড’ সাইনে আগুন ধরার একটি ছবি ভাইরাল হয়েছে। মিডিয়া ইনসাইডারসহ স্থানীয় একধিক সংবাদমাধ্যম ছবিটি ভুয়া বলে দাবি করেছে। বিখ্যাত সাইন এখনও অক্ষত রয়েছে। আমজনতার পাশাপাশি দাবানলের রুদ্ররোষে পড়েছেন হলিউডের তারকারাও। মার্কিন তারকা প্যারিস হিলটনের মালিবুর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। অস্বারজয়ী জেমি লি কার্টিসকেও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিন। অভিনেত্রী গায়িকা ম্যান্ডি মুরের বাড়িও পুড়ে গেছে। পরিবারকে নিয়ে কোনওমতে রক্ষা পেয়েছেন তিনি। একাধিক মার্কিন তারকার সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে ভয়াবহ দাবানলের ছবি। মঙ্গলবার সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১২৬২ একর জমি দাবানলে জ্বলতে শুরু করে। শুকনো আবহাওয়ায় প্রবল হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সূত্র : রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির ফটো সাংবাদিক আলম খানের স্ত্রীর ইন্তেকাল

ক্ষমতায় গেলে বিদ্যুৎখাতের 'ইনডেমনিটি আইন' বাতিলের ঘোষণা বিএনপির

প্রথবার সিডনীতে স্টেজ শো’তে পারফর্ম করবেন ইমরান

ঠাকুরগাঁওয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

বয়স্কদের জন্য ১০০০ ক্লাব তৈরি করছে সরকার : উপদেষ্টা শারমীন

বগুড়ার গাবতলীতে যুবককে কুপিয়ে জখম