ভিডিও রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ইংলিশ লিগ কাপের সেমিতে টটেনহামের কাছে ১-০ গোলে হার লিভারপুলের

ইংলিশ লিগ কাপের সেমিতে টটেনহামের কাছে ১-০ গোলে হার লিভারপুলের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামের কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। ৮৬ মিনিটে টটেনহামের একমাত্র গোলটি করেছেন ১৮ বছর বয়সী লুকাস বার্জভাল। 

আগেই একবার হলুদ কার্ড দেখা বার্জভাল লিভারপুল ডিফেন্ডার কস্তাস সিমিকাসকে স্লাইডিং ট্যাকল করে ফেলে দেন। ফাউলটা মারাত্মকই ছিল, ছিল কার্ড পাওয়ার মতো। ফাউলের শিকার সিমিকাসকে মাঠের বাইরে চলে যেতে হয়। কিন্তু রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল কার্ড না দিয়ে লিভারপুলকে কাউন্টার অ্যাটাক করার সুযোগ করে দেন। কাউন্টার অ্যাটাকে লিভারপুল বলের দখল হারাতেই সিমিকাসের ফেলে যাওয়া ফাঁকা জায়গাটা কাজে লাগিয়ে গোল করে ফেলে টটেনহাম। ডমিনিক সোলাঙ্কির পাস থেকে টটেনহামের জার্সিতে নিজের প্রথম গোলটি পেয়ে যান সেই বার্জভাল। ওই গোলটি ধরে রেখেই ঘরের মাঠের ম্যাচটি শেষ করে টটেনহাম।

আরও পড়ুন

ম্যাচে শেষে লিভারপুল কোচ দলের হারের কারণ হিসেবে রেফারির ‘ভুল’কেই বড় করে দেখিয়েছেন, ‘আজকের ফলে ওই সিদ্ধান্তের (কার্ড না দেখানো) বড় ভূমিকা আছে। চতুর্থ রেফারি আমাকে বলেছেন কেন তার কাছে এটাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর মতো ফাইল মনে হয়নি। তিনি সম্ভবত ওই যুক্তি আবার রেফারির কাছ থেকে শুনেছেন। ওই পরিস্থিতিতে যে কোনো কোচই ফ্রিকিকের চেয়ে হলুদ কার্ডই চাইবেন রেফারির কাছে।’

তবে ধারণামতো টটেনহামের কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু স্লটের উল্টো কথাই বললেন। বার্জভাল কি কপালগুণে লাল কার্ড দেখেননি, এমন প্রশ্নের উত্তরে পোস্তেকোগলু বলেন, ‘ভালো প্রশ্ন। না আমি তেমনটা মনে করি না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা সমস্যায় জর্জরিত লালমনিরহাট সদর হাসপাতাল

নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা, দুশ্চিন্তায় হজ যাত্রীরা

জয়পুরহাটের ক্ষেতলালে এক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠগ্রহণ

একটা দল সাধারণ মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে : সৈয়দ শাহীন শওকত

দিনাজপুরের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন

কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট