ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া সোনাতলার হলিদাবগায় বাঙালি নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোই শেষ ভরসা

বগুড়া সোনাতলার হলিদাবগায় বাঙালি নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোই শেষ ভরসা। প্রতীকী ছবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় বাঙালি নদীর উপর স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোই ১৮ গ্রামের মানুষের শেষ ভরসা। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে হলিদাবগা এলাকায় বাঙালি নদীতে ব্রিজ নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। ব্রিজ না থাকায় কৃষককে তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে প্রায় ১৪-১৫ কিলোমিটার ঘুরে বিভিন্ন হাটে-বাজারে নিয়ে যেতে হয়।

ওই ঘাটের উত্তরে আড়িয়ার ঘাট এবং দক্ষিণে সর্জন পাড়ায় ব্রিজ হলেও হলিদাবগা বাঙ্গালি নদীর উপর ব্রিজ হয়নি। অবশেষে ওই নদীর পূর্ব ও পশ্চিম পাড়ের ১৮ গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেন বাঁশের সাঁকো। সাঁকোটি নির্মাণের ফলে মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে। এতে কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য খুব সহজেই পারাপার করছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা অল্প সময়ে হেঁটে যাতায়াত করছে। শ্রমজীবী মানুষগুলো অল্প খরচে, কম সময়ে তাদের নির্ধারিত কর্মস্থলে পৌঁছাচ্ছেন।

এ বিষয়ে জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, আমাদের বাঙালি নদী পারাপারের দুর্ভোগের কথা কেউ মনে রাখেনি। ভোট এলেই হলিদাবগাতে বাঙালি নদীর উপর ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে ঘটে তার উল্টো। স্থানীয় লোকজন আরও বলেন, ওই নদীর পশ্চিম পার্শ্বে নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে বাণিজ্যিক এলাকা।

আরও পড়ুন

সংশ্লিষ্ট খেয়া ঘাটে ব্রিজ নির্মাণ করা হলে প্রায় ৩ লাখ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির পরিসমাপ্তি ঘটবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, একটি পিছিয়ে পড়া এলাকার জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করতে হলে আগে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। সেক্ষেত্রে ওই খেয়াঘাটে একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর অনেক দিনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

ওয়ালটন মাদারবোর্ডে (পিসিবিএ) হচ্ছে আমেরিকার সিকিউরিটি ডিভাইস

ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ নিহত

সুন্দরবনে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক