ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

 যশোরে অপহৃত জুয়েলারি ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেফতার ২

 যশোরে অপহৃত জুয়েলারি ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেফতার ২

নিউজ ডেস্ক:  যশোরের চৌগাছায় অপহৃত জুয়েলারি ব্যবসায়ী ধীরেন্দ্র দে’কে (৬২) উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে চৌগাছা শহরের সরকারি খাদ্যগুদামের সামনের সড়ক থেকে অপহরণের শিকার হন চৌগাছা বাজারের উত্তম জুয়েলার্সের মালিক ধীরেন্দ্র দে।

গ্রেফতাররা হলেন, ঝিকরগাছার বোধখানা এলাকার আব্দুল আজিজের ছেলে আবু সাইদ আল মামুন বাবু (৪২) ও যশোর সদরের ইছালি এলাকার শহিদুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (৪৫)।

ধীরেন্দ্র নাথ দে’র স্ত্রী পদ্ম রানী দে জানান, তার স্বামী অসুস্থ। দোকানে বসতে পারেন না। সোমবার দিনের বেলায় বাড়িতেই ছিলেন। ছেলের বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখে তিনি সন্ধ্যার পর দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। দোকান বন্ধ করে ছেলে বাড়ি এলে তার বাবার কথা জিজ্ঞেস করলে ছেলে জানায় তিনি দোকানে যাননি। তখন তার ফোনে কল দিলে ফোনটি বন্ধ দেখায়। এরপর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও জানান, শহরের পরিচিত একজন জানান তাকে ফুড গোডাউনের সামনে একটি মাইক্রোবাসে ওঠাতে দেখেছেন। এর কিছুক্ষণ পরই তার মোবাইল থেকে ছেলের ফোনে কল আসে। ওপাশ থেকে বলা হয় তাকে জীবিত পেতে হলে ২০ লাখ টাকা রেডি কর। ১০ মিনিট পরই আবার কল আসে। তারা বলে একটি ব্যাগে করে টাকাটা নিয়ে আয়। পুলিশে খবর দিলে ফল ভালো হবে না। অপহরণকারীদের কথা অগ্রাহ্য করে উত্তম দে বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানায়। এরপরই তাৎক্ষণিক অভিযানে নামে চৌগাছা থানা পুলিশ ও যশোর ডিবি পুলিশ।

আরও পড়ুন

মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের শনাক্ত করে যশোর থেকে অপহরণকারীদের গাড়ির পিছু নেয় ডিবি। অপহরণকারীরা গাড়িটি নিয়ে চৌগাছার দিকে দ্রুত পালাতে চেষ্টা করলে চৌগাছার দিক থেকে ওসি কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ আটকানোর চেষ্টা করে। এসময় অপহরণকারীদের গাড়িটি মাঝের রাস্তা দিয়ে ঝিকরগাছার কায়েমখোলার দিকে পালানোর চেষ্টা করলে সলুয়া বিশ্বাসপাড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় ডিবি ও থানা পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। অপহরণকারীদের দুজন তখন পালিয়ে যায়।

ধীরেন্দ্র দে’র ছেলে উত্তম কুমার দে বলেন, গত সোমবার আমাদের দোকানে হালখাতা ছিল। অনেকে হালখাতার বিষয়টি জানে। সন্ত্রাসীরা সেই হালখাতার টাকার জন্য হয়ত বাবাকে অপহরণ করতে পারে।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার

এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময় : পিএসজি কোচ এনরিকে

যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ :খায়রুল বাসার

১২ দিনে ৫শ’ ইসরায়েলি নিহত

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার