ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহ, উত্তরাঞ্চলে শীত বাড়ার আভাস

সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহ, উত্তরাঞ্চলে শীত বাড়ার আভাস, ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের শেষে তিন দিনের একটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে দেশের আবাহাওয়া অফিস। এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যভাগে প্রভাব ফেলবে। আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। 

আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৯, ১০, ১১ জানুয়ারি ৩ দিন অথবা ১২ জানুয়ারিসহ মোট ৪ দিন স্বল্পকালীন একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হতে পারে। এর বেশিরভাগ প্রভাব পড়বে উত্তর-পশ্চিমাঞ্চলে। তবে মধ্যাঞ্চলেও মৃদু প্রভাব পড়তে পারে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনাও রয়েছে। এই আবহাওয়াবিদ আরও বলেন, শীতকালে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার ফলে সৃষ্ট প্রাকৃতিক অবস্থাকেই আমরা শৈত্যপ্রবাহ বলে থাকি। এটি মূলত, শীত মৌসুমের একটি আবহাওয়াগত বৈশিষ্ট্য, যা নির্দিষ্ট অঞ্চলে তীব্র শীতল পরিস্থিতি সৃষ্টি করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, যখন সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তখন সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, ৯-১১ জানুয়ারি মাঝারি শৈত্যপ্রবাহের পর ফের ১৫-১৭ জানুয়ারি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা নদীর ওপর স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন হচ্ছে আগামী বুধবার

রাজবাড়ীতে ভুয়া পু‌লিশ সদস্য আটক

সরষে পাবদা রেসিপি

নাটোরের সিংড়ায় বাবার হাতে মাদকাসক্ত ছেলে নিহত

ফরিদা ফারহানার কথায় বিটিভির ‘মালঞ্চ’তে গাইলেন তানজিনা রুমা

সুপারম্যান-এর খল অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই