ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

বগুড়ার নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা। প্রতীকী ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রওশন আরা (৫৬) উপজেলার রুস্তমপুর উমাপতি উপুরদীঘি এলাকার আলেফ মিয়ার স্ত্রী। আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার মাথা, মুখমন্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গতকাল শুক্রবার রাতের যেকোন সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।+

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি ভিন্নখাতে নিতে খুনিরা ধারালো অস্ত্রের আঘাতে লাশের মুখমন্ডল বিকৃত করেছে। দুর্বৃত্তরা চুরি করতে এসে হত্যাকান্ড ঘটিয়েছে, এমন সন্দেহ হলেও সেখানে কোন কিছু চুরি হয়নি। নিহত নারী বৃদ্ধ হওয়ায় পরকীয়া ঘটনারও তথ্য মেলেনি। কারো সাথে পূর্ববিরোধ আছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, নিহতের স্বামী দুই বছর আগে মালয়েশিয়া যান। দুই সন্তানের মধ্যে ছেলে থাকে ঢাকায়, আর  মেয়ের বিয়ের পর বাড়িতে একাই বসবাস করতেন রওশন আরা। বাড়িতে গরু ও গোয়াল ঘর দেখভালের জন্য একজন নারী গৃহকর্মী আছেন। তিনি সকালে এসে কাজ করে সন্ধ্যায় নিজ বাড়িতে চলে যান।

আরও পড়ুন

গৃহকর্মী আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে প্রবাসীর বাড়িতে গিয়ে দরজা খুলে ঘরের সামনে বারান্দায় রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেনি।

গরুসহ সকল মালামাল ঠিকঠাক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচনে সবদিক নজরে রেখে ছায়া তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা