ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:৩৫ বিকাল

জামালপুরে গাছ নিয় ঝগড়া; ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

জামালপুরে গাছ নিয় ঝগড়া; ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক:  জামালপুর পৌরসভার হাট চন্দ্রা ঘুণ্টি এলাকায়ছেলের ছুরিকাঘাতে মঞ্জিলা বেগম নামে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ছুরির আঘাতে গাছ কাটতে আসা শেখ ফরিদ নামে এক ব্যক্তি আহত হয়। আহত শেখ ফরিদ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার তোতা মিয়ার স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত মো. মঞ্জু নিহতের ছেলে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি গাছ শেখ ফরিদের কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করেন মঞ্জিলা বেগম। সকালে গাছ কাটতে এলে গাছের দাম নিয়ে শেখ ফরিদ ও মঞ্জিলা বেগমের সঙ্গে কথাকাটাকাটি হয় মঞ্জুর। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে শেখ ফরিদকে কোপানো শুরু করে মঞ্জু। এসময় মঞ্জিলা বেগম বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করে করে মঞ্জু।

জামালপুর থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর আশেকীন বলেন, ঘটনাস্থল থেকে একটি ছুরির পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্ত মঞ্জুকে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মঞ্জু মাদকাসক্ত ছিলেন বলে জানায় তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী সেনেগালের বিপক্ষে রাতে মাঠে নামছে ব্রাজিল

ড্রামের ভেতর পাওয়া ২৬ টুকরা আশরাফুলের মরদেহের রংপুরে দাফন

জম্মু–কাশ্মিরের পুলিশ স্টেশনে বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ, ৯ জনের প্রাণহানি

চার স্তম্ভ নির্ধারণ করে প্রযুক্তির  ভবিষ্যত

ঢাবির বগুড়া জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা

পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু ও প্রেমিকা শামীমা গ্রেফতার