ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর

আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর, ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোন মাইনোরিটি মেজরিটির কথা শুনতে চাই না। 

আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কুষ্টিয়া জেলা জামায়াতের বিশাল এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি প্রশ্ন করেন, কিসের মেজরিটি আর মাাইনোরিটি? যারাই বাংলাদেশে জন্মগ্রহণ করবে তারা সকলেই ধমর্, বর্ণ নির্বিশেষে এদেশের গর্বিত নাগরিক। রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের আগে দেশে চাঁদাবাজি দখলদারী ছিল। ফুটপাত থেকে সবকিছু দখল হয়ে গেছিল। এখন আর দখলদারী নেই। আমাদের সন্তানরা এই জন্যে জীবন দেইনি, যে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে। আমরা চাঁদাবাজি ও দখলদারী মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং আমরাই এটা পারব, কারণ আমরা সেই দল যাদের একজন নেতাকর্মীর বিরুদ্ধেও চাঁদাবাজি দখলদারীর অভিযোগ নেই। 
জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, আমরা সেই দল যাদের ১১ জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। কাউকে বিচারের নামে প্রহসন করে দেওয়া হয়েছে ফাঁসি। আবার কাউকে জেলের ভেতরে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কোরআনের পাখি দেলওয়ার হোসেন সাইদী। তিনি বলেন, শহিদ মাওলানা মতিউর রহমান নিজামীর সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে মিথ্যা মামলায় পাঁতানো এবং সাজানো সাক্ষি দিয়ে। এখন মামলার বাদিরা এবং সাক্ষিরা বলছেন, যারা আমাদেরকে সেদিন জোর করে এই মামলা দায়ের করিয়েছিল এখন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। 

তিনি বলেন, আধুনিক রাষ্ট্র্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনার সনদ। এই মদিনার সনদে ১ থেকে ৫ পর্যন্ত হচ্ছে সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষেণের সনদ। সেখানে পরিস্কার বলা হয়েছে ধর্মের ভিতিত্তে রাষ্ট্রের কোনো নাগরিককের অধিকার বিভক্ত করা যাবে না। বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভুমি। এই দেশের সকল ধর্মের ও বর্ণের মানুষ আমাদের জনসংখ্যা। আমরা আমাদের দেশের এই জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতো না : নাহিদ ইসলাম

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

ব্রাজিলের হাইপ্রোফাইল কোচ এখন বসুন্ধরা কিংসে

সংবাদ সম্মেলন করে ছাত্রদলের হা/ম/লা/র প্রতিবাদ জানালেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা | Daily Karatoa

আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম | Daily Karatoa

২৪ এর শ হি দ ও আ/হ/ত যো*দ্ধাদের স্মরণে শাহবাগে চলছে গণস্বাক্ষর কর্মসূচি | Daily Karatoa