তারুণ্যের উৎসব বগুড়ার অনুষ্ঠানমালা শুরু সোমবার

স্টাফ রিপোর্টার : বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে টি-টুয়েন্টি ম্যাচের মধ্যে দিয়ে সোমবার থেকে ৫১ দিনব্যাপী তারুণ্যের উৎসব বগুড়ার অনুষ্ঠানমালা শুরু হচ্ছে। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা এই ম্যাচের উদ্বোধন করবেন। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব উদ্যাপন বিষয়ক প্রস্তুতিমূলক সভায় এই তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক হাসনা আফরোজার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবাউল করিম, গণপূর্ত বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ ইউসুফ হোসেন বিশ্বাস, সাসেক প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক (নিপ্র) আহসান হাবিব স্বপন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. মোস্তফা কামাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজওয়ান ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক তোসাদ্দেক হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিছুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শাহ মো. ইসাহাক আলী, সিনিয়র তথ্য অফিসার মো. মাহফুজার রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫১ দিনব্যাপী দেশে তারুণ্য উৎসব হবে। ‘এসো দেশ বদলায় পৃথিবী বদলে যাবে’ প্রতিপাদ্য সামনে রেখে এই উৎসব শুরু হচ্ছে। ৫১ দিনের উৎসবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যুব ও উদ্যোক্তা সমাবেশ, প্রদশর্নী, কর্মশালা, ফেস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জনসচেতনতামূলক কার্যক্রম, প্রতিভা অন্বেষণ, স্কিল কম্পিটিশন, আর্ট গ্যালারিতে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শন, আর্থিক অনুদান ও ক্রীড়া শিক্ষাবৃত্তি, ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান, দুর্নীতিবিরোধী প্রচারণা, কার্টুন প্রদর্শনী, প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, কিশোর-কিশোরীদের পুষ্টিবিষয়ক অলিম্পিয়াড, ৬৪ জেলায় ৬৪টি শ্রেষ্ঠ উদ্ভাবন প্রদর্শনী ও কার্যক্রম চালানো হবে।
আরও পড়ুনএছাড়াও তারুণ্য উৎসব সম্পর্কিত আলোচনা সভা, তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশবিষয়ক কর্মশালা, যুব সমাবেশ, ফ্রন্টিয়ার টেকনোলজি/সাইভার সিকিউরিটিবিষয়ক কর্মশাল, সফল ব্যক্তিদের সফলতার গল্প, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা হবে। খেলাধূলার মধ্যে ব্যাডমিন্টন, ভলিবল, সাাঁতার, ফুটবল, কাবাডি, ক্রিকেট, বাস্কেট বল ও অ্যাথলেটিক্স কম্পিটিশনের আয়োজন করা হবে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এসব বাস্তবায়ন করবে।
মন্তব্য করুন