ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

জুটি বেঁধেই বছর শেষ করলেন নিলয়-হিমি

জুটি বেঁধেই বছর শেষ করলেন নিলয়-হিমি

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এই জুটির শতাধিকের বেশি নাটক প্রচার হয়েছে। বছরের শেষ প্রান্তে এসেও আবার ছোটপর্দার জুটি হয়ে দেখা দিলেন তারা। 

এ জুটিকে নিয়ে ‘শান্তি নাই’ নামে নাটকটি নির্মাণ করেছেন মহিন খান। একই সঙ্গে গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। নাটকের কাহিনি গড়ে উঠেছে সবুজ ও শান্তি নামের দুই তরুণ-তরুণীকে ঘিরে, যারা প্রেম করতে গিয়ে জীবন থেকে সব সুখ-শান্তি হারিয়ে ফেলেছে। তাই কীভাবে জীবনকে সুখের করে তোলা যায়, তা নিয়ে ভাবনা শুরু করে।

শেষমেশ শান্তির পরামর্শে সবুজ তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ভাবে, বিয়ে করলেই জীবনটা সাজানো-গোছানো ও সুন্দর হয়ে উঠবে। কিন্তু বিয়ের প্রস্তুতি নেওয়ার পর থেকেই জন্ম নিতে থাকে নতুন সব ঘটনার। এমনই কাহিনি নিয়ে নির্মিত ‘শান্তি নাই’।

আরও পড়ুন

শুক্রবার অভিনেতা নিলয় আলমগীরের নাফ এন্টারটেইনমেন্ট নামে ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অভিনেতা নিলয় আলমগীরের কথায়, ‘দর্শককে নির্মল বিনোদন দিতেই আবারও হাসির গল্প বেছে নেওয়া। বছরের শেষ প্রান্তে এসেও হিমির সঙ্গে জুটি বাঁধার কারণও একটাই, দর্শকের প্রত্যাশা পূরণ করা। যেহেতু দর্শকের জন্যই অভিনয় জীবন বেছে নেওয়া, দিন শেষে তাই তাদের ভালো লাগা-মন্দ লাগার দিকে নজর দিয়েছি। আশা করি, আমাদের এই নাটকও অনেকের ভালো লাগবে।’

নিলয়ের পাশাপাশি অভিনেত্রী হিমিও নাটকটির সাফল্য নিয়ে আশা প্রকাশ করেছেন। নাটকটিতে আরো অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, নরেশ ভূঁইয়া, ফাইয়াজ আহমেদ ববি, সেলজুক তারিক, রিমু রোজা খন্দকার, সীমান্ত আহমেদ, নওরীন নাহার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী