নিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আন্ধার-এ সিয়ামের সঙ্গী তুষি
_original_1755093146.jpg)
আন্ধার-এ সিয়ামের সঙ্গী তুষি
প্রথমবার ভৌতিক ঘরানার গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রায়হান রাফী। তার এই সিনেমার নাম ‘আন্ধার’। এতে নায়কের ভূমিকায় থাকছেন সিয়াম আহমেদ। সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরীও। তবে নায়িকা হিসেবে কে থাকছেন সেই খবর প্রকাশ্যে আসেনি এতদিন।
একাধিক সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ সিনেমায় নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী নাজিফা তুষিকে। এর মাধ্যমে বড়পর্দায় প্রথমবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন সিয়াম-তুষি! আর আলোচিত ‘হাওয়া’ সিনেমার পর বড় পর্দায় আবারও দেখা যাবে তুষিকে।
আরও পড়ুনমন্তব্য করুন