ভিডিও সোমবার, ২৮ জুলাই ২০২৫

পঞ্চগড়ে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

পঞ্চগড়ে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর অন্তর্র্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব নিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই অংশ হিসেবে এবার পঞ্চগড়বাসীদের সুসংবাদ দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। 

বুধবার (২৫ ডিসেম্বর) পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বড়দাপ মৌজায় মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শেষে এই ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পঞ্চগড়ের কোন বীর সন্তানের নামেই হবে স্টেডিয়ামের নামকরণ।

স্টেডিয়াম নির্মাণ ছাড়াও খেলোয়াড়দের সার্বিক উন্নয়নে ২০ লক্ষ এবং স্থানীয় নানাবিধ অবকাঠামো উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা।

তিনি বলেন, এখানে যেন খুব তাড়াতাড়ি স্টেডিয়ামটি তৈরি হয় তার জন্য সকল নির্দেশনা দেওয়া হয়েছে। আর আমাদের দেশের খেলাধুলা ঢাকা বা ক্রিকেট কেন্দ্রিক হয়ে পড়েছে, আমরা এটা পরিবর্তন করতে চাই। খেলাধুলাকে প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে চাই। সে জন্যই স্টেডিয়াম এই নির্মাণ প্রকল্প।

আরও পড়ুন

তিনি আর বলেন, এই স্টেডিয়ামটির নামকরণ হবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পঞ্চগড়ের কোন বীর সন্তানের নামে বা এখানকার কোনো সম্মানিত ব্যক্তির নামে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা জসীমের কবরেই সমাহিত হবেন ছেলে রাতুল

ঢাকায় ৩ ঘন্টায় ৯ মিলিমিটার বৃষ্টি, থাকবে সোমবারও

বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপেড় ছোবলে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৮শ’ পিস ট্যাপেন্টাডলস ১ গ্রেফতার