বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি যুবলীগ নেতা নাজমুল হাসান ওরফে গোলজার ফকির (৪৪) কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত গোলজার ফকির গজারিয়া গ্রামের মৃত আজাহার আলী ফকিরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামস্থ উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের ইটভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনশেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নাজমুল হাসান হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
“উদ্ভাবন ও প্রবৃদ্ধির পথে কৌশলগত অংশীদারিত্ব: ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবস্থাপনায় জিপিএইচ ইস্পাত ও বুয়েটের রাইজ”
নাটোরের গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজ-কে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৫.০০ (পাঁচ) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান
