ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা। প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর দক্ষিন চেচুরিয়া গ্রামে গতকাল রোববার রাতে সাইদুল ইসলাম (৫৫) নামে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের দক্ষিণ চেচুরিয়া গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম ঘটনার দিন রাতে খাওয়া দাওয়া শেষে স্ত্রীসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে।

ভোরে তার স্ত্রী ঘুম থেকে জেগে তার পাশে স্বামীকে দেখতে না পেয়ে এবং ঘরের দরজা খোলা দেখে বাড়ি থেকে বের হয়ে স্বামীকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ি হতে কিছু দূরে একটি পুকুর পাড়ে জাম গাছের ডালের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত সাইদুল ইসলামকে দেখতে পায়।

আরও পড়ুন

তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং রশি কেটে তাকে মাটিতে নামায়। এ সময় তাকে মৃত অবস্থায় দেখতে পায়। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ সংক্রান্ত তার স্ত্রী তারা বিবি বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে নাইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর

বগুড়ার গাবতলীতে নদীতে ডুবে বৃদ্ধ নিখোঁজ

ভাইরাল ‘পিছে তো দেখো’ ভিডিওতে থাকা আহমদের ছোট ভাই মারা গেছে

দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে কোন চাপে নয় : মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা

বগুড়া-১ আসনে ১২৫ কেন্দ্রে ভোট দিবেন ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন

বগুড়ার সান্তাহারে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল