ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পাতি হাঁসের কালো ডিম!

পাতি হাঁসের কালো ডিম। ছবি : দৈনিক করতোয়া

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফের দেখা মিলেছে গৃহপালিত পাতি হাঁসের কালো ডিম। এ ঘটনা দেখতে ভিড় জমাচ্ছেন কৌতুহলী মানুষ। ঘটনাটি উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় পশ্চিম বিষ্ণুপুর গ্রামে।

হাঁসের মলিক মাছুম মিয়া জানান, গত কয়েকদিন ধরে তাদের গৃহপালিত ৬টি পাতি হাঁস ডিম দিচ্ছে। গত ৯ ডিসেম্বর হঠাৎ-ই হাঁসের খোয়ারে একটি কালো ডিমের সন্ধান মেলে। এটি নজরে আসে ছেলে সিয়ামের। সাপের ডিম ভেবে প্রথমটি ভেঙে ফেলা হয়।

এরপর প্রতিদিন একটি করে কালো ডিম পাওয়া গেলে ধারণা পাল্টে যায়। তারা নিশ্চিত হন ৬টির কোন একটি প্রতিদিন কালো ডিম দিচ্ছে। বিষয়টি জানাজানি হলে কৌতুহলের সৃষ্টি হয় স্থানীয়দের মনে। ডিম দেখতে ভিড় বাড়ে প্রতিদিন।

আরও পড়ুন

স্থানীয় জহুরুল হক, জাহাঙ্গীর আলম, মানিকসহ অনেকেই জানান, হাঁসের কালো ডিম দেওয়ার ঘটনা ব্যতিক্রম। জীবনে প্রথমবার হাঁসের কালো ডিম দেখতে এসেছেন। এর আগে ২০২২ সালে প্রথমবার নাগেশ্বরীর নারায়ণপুরে ইব্রাহীমের বাড়িতে সন্ধান মেলে পাতি হাঁসের কালো ডিমের। মাঝে দুই বছর আর দেখা মেলেনি এ রকম ঘটনার।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কোকিল চন্দ্র বিশ্বাস জানান, সাধারণত হাঁসের কালো ডিম দেওয়ার ঘটনা বিরল। জিনেটিক্যাল সমস্যার কারণে এরকম হতে পারে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। তবে খোলস কালো হলেও ডিমের পুষ্টিগুণ ঠিক থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় গণহত্যায় মাইক্রোসফট, গুগলসহ ৬০ কোম্পানি জড়িত : জাতিসংঘ

হলিউডের ‘ওয়াক অব ফেম’ নির্বাচিত হলেন দীপিকা

তাসকিনের কফি শেষ হওয়ার আগেই নেই পাঁচ ইউকেট

পিআর পদ্ধতিতে ভোট হলে হলে নেতা তৈরি হবে না : রিজভী

যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা স্থগিতে উদ্বিগ্ন ইউক্রেন

১৪ দিনে সেনাবাহিনীর অভিযানে ৫৬২ জন গ্রেফতার: সেনাসদর