ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় গভীর রাতে প্লাস্টিক কারখানায় আগুন, মালামাল পুড়ে ছাই

বগুড়ায় গভীর রাতে প্লাস্টিক কারখানায় আগুন, মালামাল পুড়ে ছাই, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরতলীর নিশিন্দারা পশ্চিমপাড়া কড়িতলাস্থ তুহিন প্লাস্টিক রিসাইক্লিং নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা আধাঘন্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময়ের মধ্যে কারখানার সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে, গতকাল শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া কড়িতলা এলাকায় তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুন লাগে।

তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানার পাশে বসবাস করা এক প্রতিবেশি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ৩টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আধাঘন্টাও বেশি সময় চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে। এসময় কারখানায় থাকা পুরাতন প্লাস্টিক, দুটি মেশিন, অন্যান্য মালামাল, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন

তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানার মালিক মো. তুহিন মোল্ল্যা সাংবাদিকদের জানান রাত আড়াইটার দিকে খবর পান কারখানায় আগুল লেগেছে। পরে তিনি এসে দেখেন কারখানার সবকিছু পড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, কিভাবে আগুল লেগেছে তা তিনি জানেন না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, ভাড়া নিয়ে তিন বছর যাবৎ তিনি এই ব্যবসা করে আসছেন।

বগুড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিনগত রাতে তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময়ধরে চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারখানার সবকিছু পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস