ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

বাণিজ্য ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণের জন্যই মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল ভারত: গোলাম পরওয়ার

বাণিজ্য ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণের জন্যই মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল ভারত: গোলাম পরওয়ার, ছবি: সংগৃহীত

ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণের জন্যই মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতেই স্বাধীনতার যুদ্ধে এ দেশকে সাহায্য করেছিল ভারত। আওয়ামী লীগের আমলেও তা অব্যহত ছিল। ভারত শুধু শোষণই করে গেছে আমাদের।তিনি বলেন, তারা বৃষ্টির সময় বাঁধ খুলে দিয়ে এদেশকে বন্যা ও শুকনা মৌসুমে বাঁধ আটকে পানির সংকটে রাখছে। মন থেকে তারা আমাদের দেশ এবং দেশের মানুষের ভালো চায়নি। জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, আমরা কখনো ভারতকে শত্রু মনে করিনি। অথচ, ভারত আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি।

যারা এদেশের চৌকশ সেনা কর্মকর্তাদের হত্যা করেছে, তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশকে মেধাহীন করে অঙ্গরাজ্য করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। এখনও মেধাবীদের বঞ্চিত করে পদলেহনকারী বিভিন্ন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। অবিলম্বে তাদের সরিয়ে মেধাবীদের পদায়ন করতে হবে।

আরও পড়ুন

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, সিরাজ শিকদারকে হত্যার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান এ দেশে বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি চালু করেছিল। বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে, তার প্রকৃত তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ক্যাপিটাল সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর-ফায়ার সার্ভিস

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে