বনানীতে গৃহকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
_original_1734009339.jpg)
রাজধানীর বনানীতে একটি বাসা থেকে মারিয়া আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করা হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করার কথা জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) রাতে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বনানী থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত জানান, গত রাতে খবর পেয়ে বনানীর ওই বাসায় গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহ বাসার মেঝেতে রাখা ছিল। মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে মারিয়া গলায় ফাঁস দিয়েছে, এমন দাবি করা হয়েছে গৃহকর্তার পক্ষ থেকে।
আরও পড়ুন
এসআই ইয়াসির আরও জানান, গৃহকর্মী মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন