ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

বনানীতে গৃহকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

বনানীতে গৃহকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর বনানীতে একটি বাসা থেকে মারিয়া আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করা হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করার কথা জানিয়েছে পুলিশ।

গতকাল বুধবার (১১ ডিসেম্বর) রাতে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মারিয়া মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বিল্লা পাড়া গ্রামের মো. বাহারুল ইসলামের মেয়ে। বর্তমানে বনানীর ৯ নম্বর রোডের এফ ব্লকের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। 

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত জানান, গত রাতে খবর পেয়ে বনানীর ওই বাসায় গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহ বাসার মেঝেতে রাখা ছিল। মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে মারিয়া গলায় ফাঁস দিয়েছে, এমন দাবি করা হয়েছে গৃহকর্তার পক্ষ থেকে। 

আরও পড়ুন

 

এসআই ইয়াসির আরও জানান, গৃহকর্মী মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাচেলর সাংবাদিকদের বাস্তবতার এক হৃদয়ছোঁয়া প্রতিচ্ছবি— দেরি করে আসবেন

পর্দায় নয় বাস্তবে দুই অভিনেত্রীর তুমুল যুদ্ধ

জিমে পিস্তল দেখিয়ে ট্রেইনারকে হুমকি, গ্রেপ্তার গায়ক গিল মানু

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ

ঢাবি থেকে বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত