ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

মোহাম্মদপুরে ডিবির অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, ৪ গ্রেপ্তার 

মোহাম্মদপুরে ডিবির অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, ৪ গ্রেপ্তার 

নিউজ ডেস্ক:  রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় অভিযান চালিয়ে থেকে ২৪ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগ।  

গ্রেপ্তার চারজন হলেন মো. সোহেল মিয়া (২০), মো. জীবন হোসেন (২১), মো. মুন্না হোসেন (২১) ও ওয়াসিম (৪২)।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ডিবি ওয়ারী বিভাগ সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ডিসেম্বর) মোহাম্মদপুরের গজনবী রোডের কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে সোহেল, জীবন, মুন্না ও ওয়াসিম নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার চারজন ও পলাতক একজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা কুমিল্লা জেলার পলাতক এক ব্যক্তির কাছ থেকে জব্দ করা গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য গজনবী রোডের কলেজ গেট এলাকায় অবস্থান করছিল। তারা কুমিল্লা এলাকা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। মামলার পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে সাক্ষাৎ করে জিসানের চিকিৎসা খোঁজ নিলেন তারেক রহমান

একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর অপচেষ্টা করছে : মির্জা ফখরুল

বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুরু হয়েছে তাজিয়া মিছিল

খিলক্ষেতে কাভার্ড ভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত