নড়াইলে মাদকদ্রব্য যুবক গ্রেফতার

নড়াইল সদর উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ মো. পিয়াস মোল্যা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ভাটিয়া গ্রাম এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার পিয়াস মোল্যা সদর উপজেলার ভাটিয়া গ্রামের মো. সিরাজুল ইসলাম মোল্যার ছেলে।
আরও পড়ুনগোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদ পেয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি অভিযানিক দল সদর উপজেলার ভাটিয়া গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. পিয়াস মোল্যা নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এসময় ওই যুবকের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৩০টি ইয়াবা জব্দ করে পুলিশ।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
মন্তব্য করুন