ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

ঋণ দেয়ার আশ্বাসে ৫৫ হাজার টাকার মুরগি খেলেন ব্যাংক ম্যানেজার!

ঋণ দেয়ার আশ্বাসে ৫৫ হাজার টাকার মুরগি খেলেন ব্যাংক ম্যানেজার!

আন্তর্জাতিক ডেস্ক : পোল্ট্রি ব্যবসা বড় করার জন্য ব্যাংক থেকে ঋণ নিতে চেয়েছিলেন এক খামারি। ঋণ অনুমোদনের জন্য যোগাযোগও করেন এক ব্যাংক ম্যানেজারের সঙ্গে। তবে, ঋণ তো পাননি বরং তাকেই ৩৯ হাজার রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকা) মুরগি খাওয়াতে হয়েছে ওই ব্যাংক ম্যানেজারকে।

ঘটনাটি ঘটেছে ভারতের ছত্রিশগড়ের বিলাসপুর জেলার মাস্তুরিতে। সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ভুক্তভোগী ওই খামারির নাম রুপচাঁদ মনোহর। পোল্ট্রি ব্যবসা বড় করার জন্য স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) মাস্তুরি শাখা থেকে ১২ লাখ রুপি ঋণ নেয়ার কথা ভাবেন তিনি। আর এ কারণে ওই ব্যাংকের এক ম্যানেজারের দ্বারস্থ হন। কিন্তু তিনি তখনো ভাবতে পারেননি যে, ঋণ পাওয়ার পরিবর্তে উল্টো তাকেই বিশাল অঙ্কের টাকা খোয়াতে হবে।
 
ওই খামারি জানান, তিনি তার মুরগি বিক্রি করে দুই মাসের মধ্যে পুরো ১০ শতাংশ কমিশন পরিশোধ করেছেন। কিন্তু ঋণ অনুমোদনের জন্য ওই ব্যাংক ম্যানেজার তার কাছে প্রতি শনিবার দেশি মুরগি চান। আর শেষ পর্যন্ত তাকে ৩৮ হাজার ৯০০ রুপির মুরগি দিতে হয় বলে দাবি করেন মনোহর।

আরও পড়ুন

মনোহর আরও বলেন, ম্যানেজারকে দেয়ার জন্য একটি গ্রাম থেকে দেশি মুরগি কিনেছিলেন তিনি। আর মুরগি কেনার সেই বিলও তার কাছে আছে বলেও দাবি করেন তিনি।
 
কিন্তু এক সময় মনোহর বুঝতে পারেন ওই ম্যানেজারের তার ঋণ অনুমোদনের কোনো ইচ্ছাই নেই। তিনি কেবল তাকে ঠকাচ্ছেন। এমনকি ম্যানেজার যে মুরগি খেয়েছিলেন তার মূল্যও পরিশোধ করতে অস্বীকার করেন। তাই কোনো উপায় খুঁজে না পেয়ে তিনি সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) অফিসে অভিযোগ করেন। সেইসঙ্গে কর্মকর্তারা যদি ওই ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে তিনি আত্মহত্যা করারও হুমকি দেন।
 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিনি অনশনে বসার হুমকি দিয়েছেন এবং যদি তার দাবি পূরণ না করা হয়, তাহলে মাস্তুরিতে এসবিআই শাখার সামনে আত্মহত্যা করবেন।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান

পাবনার বেড়ায় পেঁয়াজ সংরক্ষণে উন্নত পদ্ধতির ঘর

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দিনাজপুর শিক্ষাবোর্ডর এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জনকে বহিষ্কার