নিউজ ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
কয়লা দূষণের হাত থেকে সুন্দরবন, ইলিশ ও লবণ রক্ষার দাবিতে দৃশ্যমান প্রতিবাদ সমাবেশ

কয়লা দূষণের হাত থেকে সুন্দরবন, ইলিশ ও লবণ রক্ষার দাবিতে দৃশ্যমান প্রতিবাদ সমাবেশ
বর্তমানে পৃথিবীব্যাপী জলবায়ু বিপর্যয়, জনস্বাস্থ্য ও পরিবেশ সঙ্কটের অন্যতম বড় কারন কয়লার ব্যবহার। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ মোকাবেলায় সারা পৃথিবীতে কয়লা থেকে শক্তি উৎপাদন বন্ধের কোন বিকল্প নাই। এই প্রেক্ষাপটে পৃথিবীকে বাঁচাতে জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ সম্মেলনের প্রাক্বালে সমগ্র বিশ্বনেতাদের দায়িত্বশীল সিদ্ধান্ত নেবার আহবানে এশিয়া এনার্জি নেটওয়ার্ক ও এশিয়ান পিপলস মুভমেন্ট অন্ ডেট এন্ড ডেভেলপমেন্ট এর ডাকে বাংলাদেশসহ এশিয়ার ৬টি দেশের ৭০টি প্রদেশ ও নগরীতে কয়লা দূষণ বন্ধের দাবিতে একযোগে নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হতে যাচ্ছে।
বাংলাদেশে আজ সেপ্টেম্বর ৯, ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকাস্থ শ্যামলী পার্ক মাঠে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), বাংলাদেশ কৃষক ফেডারেশন, ব্রাইটার্স, সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক পলিউশন অ্যান্ড স্টাডিজ (ক্যাপস), ক্লাইমেট ফ্রন্টিয়ার, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), এনভায়রনমেন্টাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অল্টারনেটিভস (ইআরডিএ), ইক্যুইটি বিডি, গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটি (জিএলটিএস), খাসিয়া স্টুডেন্টস ইউনিয়ন, মিশন গ্রিন বাংলাদেশ, ওএবি ফাউন্ডেশন, রিভার বাংলা, রিভারাইন পিপল, সচেতন ফাউন্ডেশন, সুন্দরবন ও উপকুল সুরক্ষা আন্দোলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ, ইয়ুথ অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ও 350.org, এই ২০টি সংগঠনের যৌথ উদ্যোগে কয়লা দূষণের হাত থেকে সুন্দরবন, ইলিশ ও লবণ রক্ষার দাবিতে ব্যতিক্রমী ও প্রতীকী এক দৃশ্যমান প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
মন্তব্য করুন