বগুড়ার গাবতলীর ৪ ইট ভাটার জরিমানা

স্টাফ রিপোর্টার : আজ সোমবার (৯ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বগুড়া জেলার গাবতলীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ইট প্রস্তুতও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী, গাবতলী উপজেলার সোনারায়ে অবস্থিত মেসার্স এম এস এ ব্রিকস, মেসার্স এম এস ডি ব্রিকস, মেসার্স এম বি সি ব্রিকস , মেসার্স এ আর এস ব্রিকস কে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনঅভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার পরিদর্শক মো. মাহমুদুল হাসান। অভিযানে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: আহসান সাফী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন