দুর্নীতিবাজদেরকে বয়কট করতে হবে : বগুড়ার জেলা প্রশাসক

কোর্ট রিপোর্টার : বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, দুর্নীতি প্রতিরোধে পারিবারিক, প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিকভাবে দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি উন্নয়ন ও দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে। আইন থাকলেও দুর্নীতি কমেনি, বিশেষ করে গত দেড় দশকে। প্রতিরোধের মাধ্যমে দুর্নীতির রিুদ্ধে জনসচেনতা বৃদ্ধি প্রয়েজন।
দুর্নীতি দমন ও প্রতিরোধে সরকারি দপ্তরসমূহসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে এক সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। মাধ্যমিক পর্যয়ে পাঠ্য পুস্তকে দুর্নীতি বিরোধী পাঠ্যক্রম রাখা প্রয়োজন।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যেও একতা : গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপদ্য নিয়ে গতকাল সোমবার আয়োজিত আন্তর্জতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে জেলা পরিষদ মিলনায়তনে দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদরে স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মতলুবর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ।
আরও পড়ুনস্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ডা. শাহনেওয়াজ হোসেন জজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুদক’র ডিএডি মো. রোকনুজ্জামান। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদক’র পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি দিবসের উদ্বোধন করেন।
পরে র্যালিসহ সাতমাথায় মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে র্যালিটি জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় যোগ দেয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, এনজিও, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি, গার্ল গাইডস ও শিক্ষকগণ, দুদক কর্মকর্তা-কর্মচারী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন