ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

নিউজ ডেস্ক: বরিশালের মুলাদীতে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। 

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজিরচর ইউনিয়নের চর কমিশনার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির (৪০) এবং একই এলাকার তাজুল মাস্টারের ছেলে কামাল মোল্লা (৪০)। এদের মধ্যে হুমায়ুন কবির বরিশাল আশা এনজিওতে চাকরি করতেন।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলটি মুলাদীর দিক থেকে মীরগঞ্জ ফেরিঘাটের দিকে যাচ্ছিল। পথে বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল আরোহী দু’জন ছিটকে পড়লে ট্রাকটি তাদের ওপরে উঠে যায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান বলেন, ‘তাদের দু’জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম বলেন, ‘এ ঘটনায় ট্রলির চালককে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জড়ানো সেই আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো পুলিশ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাক ড্রাইভার ও হেলপার সহ নিহত ২ ,আহত ১

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা

গোলাম মাওলা রনি মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস হয়ে উঠেছেন: প্রেস সচিব

বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরদের বিদায় সংবর্ধনা