ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমানবাহিনী এটি ধ্বংস করেছে। স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলা চালানো হয়।সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নীতি অনুসারে ইসরায়েলে কোনো বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি। সামরিক বাহিনী এই ঘটনা সম্পর্কে আর কোনো তথ্যও দেয়নি। ক্ষেপণাস্ত্রের ধরণ, এটি কতদূর পর্যন্ত আসতে সক্ষম হয়েছে বা এটি কোন এলাকায় ধ্বংস করা হয়েছে এসব বিষয়ে কিছুই জানানো হয়নি। এছাড়া এতে কেউ হতাহত হয়েছে কি না সেটাও নিশ্চিত নয়।

এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের একের পর এক শহর দখলকে কেন্দ্র করে সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল। বলা হচ্ছে, প্রতিবেশী দেশটির গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় গোলান মালভূমিতে সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে।

অপরদিকে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে চিঠি পাঠিয়ে যা বললেন মোদি

বাজির শব্দে আনন্দ নয়, ভয় পায় শিশু, আতশবাজি এড়িয়ে চলুন: মাহেদী

সিরাজগঞ্জে সড়কের ওপর ঝুলে আছে তারের জঞ্জাল

দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন কুয়াশা আর তীব্র শীতে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বগুড়ায় এনসিপির সভায় হামলা আ‘লীগ মজনু ও রিপুসহ ১৪৫ জনের নামে মামলা

রোদের দেখা মেলায় স্বস্তি উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ