ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গিয়ে জনতার হাতে ধরা আ’লীগ নেতা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গিয়ে জনতার হাতে ধরা আ’লীগ নেতা

ঝালকাঠির নলছিটিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে জনতার হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় ওই পরকীয়া প্রেমিককে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। গতকাল সোমবার (২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজার এলাকায়।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।

জনতার হাতে আটক প্রেমিক মানপাশা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (৪৮)। তিনি কুশঙ্গল  ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের সঙ্গে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর অবৈধ সর্ম্পক চলছিল। সোমবার রাতে মানপাশা বাজারে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম তার একটি ভবনে নিয়ে গিয়ে একান্তে সময় কাটাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই ভবনের গেটে তালা মেরে দেয়। পরে নলছিটি থানায় খবর দিলে পুলিশ প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

এলাকাবাসীর অভিযোগ, সুযোগ পেলেই ও প্রেমিক যুগল গোপনে মিলিত হতেন। এতদিন বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হলেও শহিদুল ইসলামের ক্ষমতার দাপটে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। গত  ৫ আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতা শহিদুল অনেকটা আত্মগোপনে চলে যান। কিন্তু গোপনে অবৈধ যৌন সর্ম্পক চালিয়ে যান। সোমবার গভীর রাতে পরকীয়া প্রেমিকাকে নিয়ে গোপনে মিলিত হওয়ার সময় হাতেনাতে আটক হন।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল’ বিজয়ী পবনদীপ

স্ত্রীসহ পাপনের বিরুদ্ধে মামলা

ফেসবুকে গান পোস্ট করে সাংবাদিকের জে-ল: প্রতি-বাদে সাংবাদিকদের মানববন্ধন | Daily Karatoa

এবার আরেকটি নদীর পানিপ্রবাহ বন্ধ করে দিলো ভারত

বলিউড ইন্ডাস্ট্রিকে ‘চোর’ আখ্যা দিলেন নওয়াজউদ্দিন

১২শ’ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন তেহরানের