ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪, ০৪:৩০ দুপুর

তাইওয়ানের কাছে এফ-১৬ ফাইটার প্লেন বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

তাইওয়ানের কাছে এফ-১৬ ফাইটার প্লেন বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের কাছে এফ-১৬ ফাইটার প্লেন এবং রাডার সিস্টেমের খুচরা যন্ত্রাংশ বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল শুক্রবার বলেছে, তারা ৩২০ মিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তির অনুমোদন দিয়েছে।একটি বিবৃতিতে ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলেছে, প্রস্তাবিত বিক্রির মধ্যে বিদ্যমান মার্কিন সামরিক মজুদের সরঞ্জাম রয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সংবেদনশীল প্রশান্ত মহাসাগরীয় সফর শুরু করার একদিন আগে গতকাল শুক্রবার পেন্টাগন এ তথ্য জানিয়েছে। বেইজিংয়ের ক্রমাগত ক্ষোভের মধ্যেই এবং ওয়াশিংটন ও তাইপেইয়ের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের অভাব সত্ত্বেও তাইওয়ানকে আত্মরক্ষার উপায় সরবরাহ করছে। 

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান নিজেদের চীনের অংশ মনে না করলেও চীন তা মনে করে। চীন তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়াচ্ছে। এই বছর দুই দফা সামরিক মহড়া করেছে। নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, বেইজিং লাই এর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এ সফরের সময় লাই মার্কিন অঞ্চল হাওয়াইতে যাত্রাবিরতি নিবেন। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলেছে, এই বিক্রয়ে ৩২০ মিলিয়ন ডলার মল্যের খুচরা যন্ত্রাংশ, এফ-১৬ যুদ্ধবিমান এবং সক্রিয় বৈদ্যুতিকভাবে স্ক্যান করা অ্যারে রাডার ও এ সম্পর্কিত সরঞ্জামগুলোর জন্য সহায়তা রয়েছে। পেন্টাগন জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্টও তাইওয়ানের কাছে উন্নত মোবাইল গ্রাহক সরঞ্জাম এবং আনুমানিক ৬৫ মিলিয়ন ডলার মূল্যের সহায়তার সম্ভাব্য বিক্রয় অনুমোদন করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আশা করছে, এক মাসের মধ্যে বিক্রির সকল কর্যক্রম শেষ হবে। সরঞ্জামগুলো এফ-১৬ নৌবহরের প্রস্তুতি বজায় রাখতে এবং একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে সহায়তা করবে। এক বিবৃতিতে তারা আরো বলেছে, ‘তাইওয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করা অব্যাহত রাখবে। এছাড়া তাইওয়ান প্রণালী এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করবে। 

আরও পড়ুন

গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্যাকেজ ঘোষণা করেছে। যার মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনে পরীক্ষিত একটি উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

হাতিয়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাত দিনে গ্রেফতার ৫৯৪৯

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া সেই যুবক আটক