ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ০২:৫৫ দুপুর

ড্রোন উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া 

ড্রোন উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না। বরং তারা অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে, যার মধ্যে প্রতিদিন প্রায় ১,০০০ ড্রোন তৈরির লক্ষ্য রয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) ইউক্রেনীয় অনলাইন সংবাদমাধ্যম এলবি ডট ইউএ-কে সাক্ষাৎকারে ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ওলেক্সান্দর সিরস্কি এমনটাই দাবি জানিয়েছেন। 

সাক্ষাৎকারে সিরস্কিই বলেছেন, যুদ্ধের তীব্রতা ক্রমেই বাড়ছে। শত্রুপক্ষ আক্রমণ জোরদার করছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। সিরস্কি আরও বলেছেন, রাশিয়া বর্তমানে প্রতিদিন প্রায় ৪০০ শাহেদ ড্রোন তৈরি করছে এবং এই সংখ্যা দৈনিক ১,০০০-এ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেছেন, ইউক্রেনের লক্ষ্য এসব পরিকল্পনা ব্যর্থ করা এবং এমন পরিস্থিতি তৈরি করা, যাতে আলোচনার পথ খুলে যায়। কারণ দুর্বল অবস্থানে থেকে কেউ আলোচনায় বসতে চায় না।

তিনি ইউক্রেনীয় সেনাবাহিনীর ডিপ-স্ট্রাইক কৌশলের প্রশংসা করেছেন এবং এটিকে দেশের একটি শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করেছেন। সিরস্কি জানিয়েছেন, এই অভিযানে এখন পর্যন্ত ৭১৯টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং প্রায় ১৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যার বড় অংশ রাশিয়ার তেল শিল্পে হয়েছে। তিনি আরও যুক্ত করে বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেন দ্রুত ড্রোন উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও অগ্রগতির আশা করছে।

আরও পড়ুন

সিরস্কি আরও স্বীকার করেছেন, রাশিয়ার হাতে এখনও অনেক সেনা রয়েছে, কিন্তু ইউক্রেনের মোবিলাইজেশন এখন অনেক ভালো হয়েছে। তিনি বলেছেন, সাত মাস আগের তুলনায় এখন আমাদের অবস্থান অনেক শক্ত। এই উন্নতির পেছনে রয়েছে নিয়োগ কেন্দ্রের কার্যকারিতা, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং মানুষের সঙ্গে মানবিক আচরণ বলে উল্লেখ করেন। তিনি জানিয়েছেন, ২০২৫ সালে ইউক্রেনীয় বাহিনীর ক্ষয়ক্ষতি আগের বছরের তুলনায় ১৩% কমেছে, আর শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।    খবর : রয়টার্স  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রোন উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া 

রেফারির আচরণে ক্ষুব্ধ বার্সা

নওগাঁর রানীনগরে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

গণভোটই নির্ধারণ করে দিবে কী চরিত্রের সরকার আমাদের হবে : উপদেষ্টা ফারুক ই আজম 

রাজনৈতিক দলের অভিযোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে : ইসি আনোয়ারুল