নোয়াখালীর হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও রকেট ফ্লেয়ারসহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত দুই ব্যবসায়ী হলেন- ওসমান গণি (৫৫) ও তার সহযোগী শাহেদ (৫২)।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেন লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি বাজার সংলগ্ন লোহার পুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ, চারটি রকেট ফ্লেয়ার ও তিনটি মোবাইল জব্দ করা হয়।
আরও পড়ুনএ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিষয়ে হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1762445931.jpg)
_medium_1762444563.jpg)





