ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:০৭ বিকাল

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ জন।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ও দুপুরে নরসিংদী সদর উপজেলার বিলাসদী ও রায়পুরা উপজেলার দড়িহাইরমারা ও শিবপুর উপজেলার কারারচর এলাকায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় এই ৩ জন হতাহত হয়।

নরসিংদীর ১০০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০) ও রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)।

অপরদিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০) গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ট্রাক্টর চালক আনোয়ার হোসেন বলেন, সকালে রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এলাকায় কৃষিজমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সাব্বির হোসেন পেছন থেকে উঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

অপরদিকে দুপুর ১২টায় নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকার আল্লাহ চত্ত্বরে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় আহত হয় জয়নাল উদ্দিন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া দুপুর ১টার দিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়। পরে ১০০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারের সামনে থেকে ইমরানের তিন বোন আটক

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর

দিনাজপুর বড় মাঠের খেলার মাঠ ও স্পোর্টস ভিলেজ পরিদর্শনে আসিফ আকবর

সিরিয়ার ভেতরে ইসরাইলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ নেতানিয়াহুর 

বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর