ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪, ০৯:০৮ রাত

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ৬ জনের কারাদণ্ড

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ৬ জনের কারাদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 
আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের গারো পাহাড়ের কর্ণঝোড়ার ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। 

এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,  কর্ণঝোড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আকবর আলী, কর্ণঝোড়া গ্রামের মুন্না মিয়ার ছেলে ওয়াদুল আলী (২৪), মেঘাদল গ্রামের আ. গনির ছেলে জাহিদুল (৪০), বালিজুরি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫), কইলকান্দা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইদুল্লাহ (২৫) ও সাতানীপাড়া গ্রামের আল আমিনের ছেলে রাজু মিয়া।

এর মধ্যে আকবর আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৪০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের ৩ মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলিগেশন এড়াল নেইমারের সান্তোস

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফিলিস্তিনি ইস্যু : ট্রাম্পের প্রস্তাবে না, দ্বি-রাষ্ট্র সমাধান চায় রাশিয়া

কুমিল্লায় ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন