ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

চোরাই পথে আনা ৫০০টি ভারতীয় কম্বলসহ ট্রাক জব্দ

চোরাই পথে আনা ৫০০টি ভারতীয় কম্বলসহ ট্রাক জব্দ

ভারত থেকে চোরাই পথে আনা ৫০০টি কম্বলসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। এসব কম্বলের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

আজ রোববার (২৪ নভেম্বর) ভোরে নেত্রকোনা- ৩১ বিজির আওতাধীন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নরসিংহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি  ট্রাকসহ ৫০০ পিস কম্বল জব্দ করা হয়।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজিবি জানায়, রোববার ভোরে নেত্রকোনা- ৩১ বিজিবির আওতাধীন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালানা করে চারুয়াপাড়া বিওপির ১৬ সদস্যর একটি টহল দল। এসময় মালিকবিহীন একটি ট্রাক পাওয়ার পর এটিতে তলাশি চালিয়ে চোরাচালানের ৫০০ পিস ভারতীয় কম্বল পায় বিজিবি সদস্যরা। পরে ট্রাকসহ কম্বলগুলো জব্দ করা হয়। এসব কম্বলের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত কম্বলগুলো পরে জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান পেলো জিআই স্বীকৃতি

নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

বিএনপির শ্রমিক সমাবেশে গণসংগীত

শিশুশ্রমের মামলা বাড়লেও কমেছে নিষ্পত্তি

সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন

আজ খাবারের তালিকায় থাকুক রুই মাছের কোরমা