দিনাজপুরের বোচাগঞ্জে বাড়িতে চুরি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরন্নবি চেীধুরী জামান এর সেতাবগঞ্জ পৌরসভা শহরের বাড়িতে এক চুরি সংঘটিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোররাতে সেতাবগঞ্জ চিনিকল সড়কের পাশে উপস্থিত ইউপি চেয়ারম্যান এর বাড়িতে চুরি হয়। প্রায় ২ মাস থেকে ঐ বাড়িতে কোন লোকজন ছিল না। শুধু দিনে রাতে ২ জন নিরাপত্তাকর্মী অবস্থান করছিল।
চুরির সংবাদ পেয়ে জামান চৌধুরী স্ত্রী মাহমুদা চৌধুরী শিউলী গ্রামের বাড়ি হতে সেতাবগঞ্জ শহরের বাড়িতে এসে দেখেন বাড়ির প্রতিটি কক্ষের মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে। বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাত্তাকর্মীদের বক্তব্য শুনেন।
আরও পড়ুনএসময় মাহমুদা চৌধুরী শিউলী বলেন, প্রায় ৬ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপা, ২টি ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী তার বাড়ি হতে চুরি হয়েছে। বোচাগঞ্জ থানার ওসি মো. হাসান জাহিদ সরকার বলেন, চুরির ঘটনার বিষয়ে আমরা কাজ করছি।
মন্তব্য করুন