পঞ্চগড়ে বহু বাঁধ সেচ প্রকল্প এলাকায় ধান কাটা উপলক্ষে নবান্ন উৎসব

পঞ্চগড় প্রতিনিধি : এই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান’ স্লোগানে পঞ্চগড় জেলার আটোয়ারী উপাজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া খালের ওপর নির্মিত বহু বাঁধ সেচ প্রকল্পের আমন ধান কর্তন উপলক্ষে নবান্ন উৎসব হয়েছে।
আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে আমন ধানের শস্য কর্তন ও মাঠ দিবসের আয়োজন করে পানি উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার।
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান ও আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ।
পরে প্রকল্প এলাকার সুবিধাভোগী কৃষকদের স্বর্ণা জাতের আমন ধান কর্তন করা হয়। প্রতি হেক্টর জমিতে ফলন হয়েছে ৬.২০ মেট্রিক টন। অনুষ্ঠানে পানি ব্যবস্থাপনা দলের ১৫ জন সদস্যের মাঝে আসন্ন রবি মৌসুমের জন উন্নত জাতের ব্রি ধান-১০০ এবং ব্রি ধান-১০২ ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের নিম্নাঞ্চল থেকে উৎপত্তি হয়ে বড় সিঙ্গিয়া খাল আলোয়াখোয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে। ওই ইউনিয়নে বহু বাঁধ এফসিডিআই প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়।
এই বাঁধের ফলে ওই ইউনিয়নের বড়সিঙ্গিয়া, বর্ষালুপাড়া, আলোয়াখোয়া ও বালিয়া গ্রামের কৃষকদের ১ হাজার ৪শ’ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আনা হয়। এই প্রকল্পের আওতায় পানি ব্যবহার করে চার গ্রামের প্রায় দুই হাজার কৃষক বর্ষাকালে আমন মৌসুমে সম্পূরক সেচ ও রবি মৌসুমে ধানসহ অন্যান্য ফসল আবাদ করতে পারছেন।
মন্তব্য করুন