ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে বন্ধুর হাতে ছাত্রদল নেতা খুন

সিলেটে বন্ধুর হাতে ছাত্রদল নেতা খুন

সিলেটের কানাইঘাট উপজেলায় বন্ধুর হাতে মো. আব্দুল মুমিন (২৮) নামে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। নিহত মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

আজ সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত রাজুও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিলো। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। পূর্ব বিরোধের জেরে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়।

 এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এসময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলো রাজু পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিহত মুমিন পৌরসদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে ও অভিযুক্ত রাজু পৌরসদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২য় বিশ্বযুদ্ধ জয়ের ৮০ বছরপূর্তি উপলক্ষ্যে চীনে জমকালো কুচকাওয়াজ

ব্রেন্ট ক্রিসটেনসেন হচ্ছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত

ডাকসু নির্বাচন ৯ তারিখেই হবে কি না, জানা যাবে আজ

দিনাজপুরের পাঁচ প্রতিষ্ঠানে যাতায়াতে জনদুর্ভোগ, মাত্র ২০০ মিটার রাস্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

নাটোরে চিকিৎসককে গলা কেটে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রেমের সম্পর্ক ও চাকরিচ্যুত করার ক্ষোভ