নাটোরের লালপুরে ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত মজিবুর রহমান পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের দলু খান ওরফে দইলুদ্দিন খানের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ধুপইল গ্রামে বাবলু নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির আঙিনায় একটি মেহগনী গাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
আরও পড়ুনলালপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মজিবুর রহমান আত্মহত্যা করেছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে নিহতের শার্টের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে যা যাচাইবাছাই করা হচ্ছে।
মন্তব্য করুন