ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

রাবি উপাচার্যের পাকিস্তান সফর বাতিল

রাবি উপাচার্যের পাকিস্তান সফর বাতিল

রাজশাহী প্রতিনিধি : উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে একাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের। কিন্তু ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে সফরটি বাতিল করা হয়েছে। আজ সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন।

একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাদের সফরটি বাতিল করেছেন। এবিষয়ে রাবি উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব বলেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩ ভাইস চ্যান্সেলর পাকিস্তান যাওয়ার কথা ছিল।

আমাদের ফ্লাইটটি ছিল মধ্যপ্রাচ্য দিয়ে। বর্তমানে যেহেতু মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ চলছে। একটা অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই নিরাপত্তাজনিত কারণে আমরা এ রুটে ফ্লাইটে ট্রাভেল করিনি। একইসঙ্গে আমাদের পাবলিক ইউনিভার্সিটির ২ জন চ্যান্সেলরও কেউ যাননি।

আরও পড়ুন

উল্লেখ্য, পাকিস্তানে ইসলামী সম্মেলন সংস্থার বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সংস্থার আমন্ত্রণে ৭ দিনের সফরে যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সালেহ্হা সান নকীবসহ বাংলাদেশের ২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দু’দেশের জন্যই লাভজনক শুল্কচুক্তি চায় ঢাকা: শফিকুল আলম

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ জন

৮ জুলাই সোমবার ‘বাংলা ব্লকেড’ এর দ্বিতীয় দিন

দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি

লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি

টেকনাফে দুর্ভোগে অর্ধলাখ মানুষ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ