ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

বগুড়ার ধুনটে পাতা হলুদ রোগে মারা যাচ্ছে ক্ষেতের বেগুন গাছ : দুশ্চিন্তায় কৃষক

বগুড়ার ধুনটে পাতা হলুদ রোগে মারা যাচ্ছে ক্ষেতের বেগুন গাছ : দুশ্চিন্তায় কৃষক, ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : রবি মৌসুমের শুরুতেই বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর চরাঞ্চলসহ বেশ কয়েকটি গ্রামে বেগুন গাছ পাতা হলুদ হয়ে যাওয়া রোগে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে গাছ। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে এ উপজেলায় ১৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বেগুন চাষ করেছে কৃষক। ক্ষেতের বেগুন গাছ গুলো প্রথম দিকে খুবই তরতাজা হয়ে উঠলেও।

বর্তমানে কৃষকের ক্ষেতের বেগুন গাছের পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে। বেগুন গাছে ওষুধ দিয়ে রোগ নিরাময় করা যাচ্ছে না। এ কারণে এক গাছ থেকে অন্য গাছ যাতে আক্রান্ত না হয়ে সেজন্য আক্রান্ত গাছগুলো ক্ষেত থেকে উপড়ে ফেলে দিচ্ছেন কৃষক। বেগুন ক্ষেত এ রোগে আক্রান্ত হওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

যমুনা চরের বেগুন চাষিরা জানান, প্রথম থেকে ক্ষেতের বেগুন গাছ বেশ হৃষ্টপুষ্ট ছিল। গাছে ফুল ও ফল আসায় উৎপাদিত বেগুন থেকে আশানুরূপ লাভবান হবেন এমন আশা নিয়ে বুক বেঁধে ছিলেন। কিন্তু কিছুদিন পরেই পাতা হলুদ রোগে ক্ষেতের গাছগুলোর মধ্যে দু-একটি করে মরে যেতে শুরু করে। এ রোগ থেকে রক্ষা করতে অন্তত ১০ বার ওষুধ স্প্রে করেও গাছ রক্ষা করা যাচ্ছে না। প্রতিদিনই আক্রান্ত গাছ উপড়ে ফেলতে হচ্ছে।

আরও পড়ুন

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, খুব সহজেই এ রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তবে এ বিষয়ে পরামর্শ নিতে কোনো কৃষক কৃষি অফিসে আসেননি। তারপরও সরেজমিন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত বেগুন ক্ষেত দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ