ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ নিহত ২

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ নিহত ২, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: গাজীপুরের শ্রীপুরের নতুন বাজারে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় নারী শ্রমিক ও বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্র নিহত হয়েছেন।বাসচাপায় নিহত বিলকিছ আক্তারের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি থানার মালিয়াপাড়া গ্রামে। তিনি ভবানীপুর এলাকায় ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর পদে চাকরি করেন।

অপরদিকে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর গ্রামের নির্মল সরকারের ছেলে নিলয় সরকার। তিনি পুবাইলে ম্যাটসের ১ম বর্ষের ছাত্র ছিলেন।রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে দুর্ঘটনা দুটি ঘটে।

আরও পড়ুন

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, রোববার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে শেরপুর থেকে ঢাকাগামী আমানি পরিবহনের একটি বাস মহাসড়ক পার হওয়ার সময় বিলকিছ আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, নিলয় সকাল সাড়ে ৭টার দিকে খাসির মাংস কেনার জন্য মোটরসাইকেলে বাহাদুরপুর থেকে বাংলাবাজার সড়ক ধরে রাজেন্দ্রপুর আরপি গেট এলাকায় যাচ্ছিলেন। এ সময় রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজারমুখী এক অটোরিকশার সঙ্গে নিলয়ের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিলয় সরকার নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনহত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডিবির পরিচয়ে প্রতারণা দুই ভুয়া অফিসার গ্রেফতার

সোমবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তাইম হাওলাদারের হ্যাটট্রিক স্বর্ণজয়: সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে ঢাবির গৌরব

ছদ্মবেশে নৌকায় মাদক কারবার নারীসহ গ্রেপ্তার ৪

রেস্ট হাউজে নারীসহ ওসিকে আটকে চাঁদা দাবি ছাত্রদল নেতার

গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব খেলবেন রংপুরের বিপক্ষে