ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

নবাবগঞ্জে চোলাই মদ ও নারীসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

নবাবগঞ্জে চোলাই মদ ও নারীসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর গ্রামে যৌথ অভিযান চালিয়ে পিয়ারা বেগম (২৬) ও মো. জালাল খান (৩৮) নামে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।  

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে সেনা সদস্য ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৪০০ লিটার চোলাই মদ, গাঁজা ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মাদককারবারি জালাল নবাবগঞ্জ উপজেলার নিলামম্বরপট্টি এলাকার মোসলেম খানের ছেলে ও পিয়ারা রুপারচর গ্রামের সাগর ব্যাপারীর স্ত্রী।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলার রুপারচর গ্রামটি দেশীয় বাংলা মদ (চোলাই মদ) তৈরি ও বিক্রির জন্য বিখ্যাত এলাকা হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

অভিযানে পিয়ারা বেগম ও জালাল খান নামে দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৪০০ লিটার চোলাই মদ, গাঁজা ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার মাদককারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“সমাজকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়” — উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান

হোলি আর্টিজানের হামলা নিয়ে যা জানালেন ডিএমপি কমিশনার 

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু এনসিপির ‘জুলাই পদযাত্রা’ 

“আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই”

বুধবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ