ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আল-আমিন নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আল-আমিন ওই গ্রামের চান মিয়ার ছেলে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, ওই এলাকার রিপনের সঙ্গে আল-আমিনের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৯ জন আহত হন। এর মধ্যে, আল-আমিনের অবস্থা ছিল গুরুতর। স্বজনেরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আল-আমিন নামের এক যুবক নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিভিয়ার মাঠে হারল ব্রাজিল

সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো: শিবির সভাপতি

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকর্নু

ডাকসুতে বিপুল ভোটে বিজয়ী হলেন সেই তন্বী

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন নিহত

বিপুল ভোটে জয় পেলেন জুলাই আন্দোলনে চোখ হারানো জসিম