ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

উইন্ডিজ সফরে শান্তর পরিবর্তে দিপু

উইন্ডিজ সফরে শান্তর পরিবর্তে দিপু, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীনই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার রাতে ১৫ সদ্যস্যের দল ঘোষণা করা হয়। যেখানে নিয়মানুযায়ী অধিনায়কের দায়িত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। 

তবে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ কুঁচকিতে চোট পান শান্ত। সেই চোটে শেষ ম্যাচেও খেলতে পারেননি তিনি। এরপর বিসিবি জানিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। শান্তকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল দিয়েছে বিসিবি। মঙ্গলবার (১২ নভেম্বর) সংস্থাটি জানিয়েছে, শান্তর বিকল্প হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন শাহাদাত হোসেন দিপু। এখন পর্যন্ত চার টেস্ট খেলে সব মিলিয়ে করেছেন ১১৮ রান করা দিপুর অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছরের নভেম্বরে। সবশেষ টেস্ট খেলেছেন চলতি বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ নভেম্বর জামাইকায় শুরু হবে দ্বিতীয় ও শেষে টেস্ট। তারপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আরও পড়ুন

বাংলাদেশ দল : শাহাদাত হোসেন দিপু, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা

নওগাঁর আত্রাইয়ে বাদাম চাষে ঝুঁকে পড়েছে কৃষক

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (টিপিএসসি) নিয়োগ বিজ্ঞপ্তি

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

‘সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে’

বগুড়ায় ‘খামারী’ মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক কর্মশালা