ভিডিও মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত। প্রতীকী ছবি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ট্রাক চাপায় রবিউল ইসলাম (৩৬) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার পুনট ইউনিয়নের মাদাই-খরপা গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর ভ্যানে আলু নিয়ে শিবগঞ্জের কিচক বাজারের উদ্দেশে রওনা হয় রবিউল। যাওয়ার সময় পুনট বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছুলে ভ্যানটি ভেঙে যায় এবং চালক সড়কে ছিটকে পড়ে আহত হয়। সেই মুহূর্তে সামনে থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দেয়।

আরও পড়ুন

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। কিন্তু যাওয়ার পথে তিনি মারা যান। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার আটক ২

নাটোরের সিংড়ায় সেতুর মাঝখানে গর্ত ঝুঁকি নিয়ে চলাচল

মুজিব কন্যা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের টুঁটি চেপে ধরেছিলো : জেইউবি‘র আলোচনা সভায় বক্তারা

রাবি উপাচার্যের পাকিস্তান সফর বাতিল

দৈনিক করতোয়ায় জরুরি ভিত্তিতে প্রুফরিডার আবশ্যক

চট্টগ্রামে করোনায় বৃদ্ধের মৃত্যু