ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

লেবাননে পেজার বিস্ফোরণের দায় স্বীকার নেতানিয়াহুর

লেবাননে পেজার বিস্ফোরণের দায় স্বীকার নেতানিয়াহুর,ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : গত সেপ্টেম্বরে লেবাননে যোগাযোগযন্ত্রে বিস্ফোরণ ঘটানোর অনুমতি দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার অনুমোদন সাপেক্ষেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগযন্ত্র পেজারে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করে। খবর : এএফপি 

নেতানিয়াহুর মুখপাত্র ওমের ডস্ট্রি বলেছেন, লেবাননে পেজার বিস্ফোরণে অনুমতি দিয়েছিলেন নেতানিয়াহু। রবিবার (১০ নভেম্বর) তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ওই হামলায় লেবাননে ৪০ জনের বেশি নিহত হয়েছিলেন। এছাড়া আহাত হয়েছিলেন প্রায় তিন হাজার। হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত সেসব পেজার বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত আছে বলে শুরু থেকেই সন্দেহ করে আসছিলো দলটি। এবার সেই বিষয়টি নিশ্চিত করল ইসরায়েল। 

সেপ্টেম্বরের ১৭ ও ১৮ তারিখে লেবাননে একযোগে কয়েক হাজার পেজার বিস্ফোরিত হয়। এই ঘটনাকে হামলা হিসেবে চিহ্নিত করে প্রথম থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান ও হিজবুল্লাহ। এই হামলাকে 'যোগাযোগ ব্যবস্থার প্রতি ইসরায়েলি আগ্রাসন' বলে অভিহিত করেছিল হিজবুল্লাহ। তারা যথাযথ প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেছে। পেজারের অবস্থান শনাক্ত করা অনেকটাই কঠিন। তাই যোগাযোগের জন্য পেজারকেই বেছে নিয়েছিল হিজবুল্লাহ।

আরও পড়ুন

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের প্রবেশ করে হামলা চালায় হামাস। এর জবাবে ফিলিস্তিনে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। প্রথম থেকেই হামাস ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে রকেট হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ। প্রায় এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ চলমান থাকলেও শেষ দুই মাসে তা মারাত্মক আকার ধারণ করে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

পাকিস্তানে আবাসিক ভবন ধস, নিহত বেড়ে ২৭

কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে সাক্ষাৎ করে জিসানের চিকিৎসা খোঁজ নিলেন তারেক রহমান

একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর অপচেষ্টা করছে : মির্জা ফখরুল