ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত

সংগৃহিত,চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মো. সেলিম (৪০) নামে এক যুবদলকর্মী হয়েছেন।

রোববার (৬ জুলাই) উপজেলার কদলপুরে ঈশান ভট্টের হাটে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

 
নিহত সেলিম কদলপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমীর হোসেন প্রকাশ ছোট বাইল্যার ছেলে। পরিবার নিয়ে নতুনপাড়া এলাকায় নতুন বাড়িতে থাকতেন তিনি।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শমশেরপাড়ায় একজন মুরব্বি মারা যাওয়ায় স্ত্রীকে নিয়ে জানাজা পড়তে মোটরসাইকেল করে আসেন সেলিম। বেলা ১১টায় জানাজা শেষে স্ত্রীকে পেছনে বসিয়ে নিজের নতুন বাড়ি ইসলামিয়া নতুনপাড়ায় ফিরছিলেন। ঈশান ভট্টের হাট ছবিথেকে পরিবারের জন্য ওষুধ কেনেন। এক পর্যায়ে ওই বাজার থেকে হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে বাড়ি ফেরার পথে দক্ষিণ দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ৫ জন কালো মুখোশ পরিহিত অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুর্বৃত্তরা গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
জানা যায়, স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
 
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান বলেন, ওই ব্যক্তির শরীরে শর্টগানের দুটি গুলি লাগে। একটি গুলি তার মুখের একপাশে লাগে এবং মুখটি থেঁতলে যায়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন