ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

পাবনায় মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা

পাবনায় মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা, প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার আতাইকুলায় ইসলামী জালসা থেকে বাড়ি ফেরার পথে আসিফ হোসেন (৩২) নামের একজন মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার গোপন অঙ্গও কেটে ফেলা হয়েছে।

আজ শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আতাইকুলা থানার গঙ্গারামপুরের আকিজ ঝুট মিলের পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আসিফ আতাইকুলা থানার পীরপুর গ্রামের আসলাম হোসেন কসাইয়ের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এ যুবক আসিফের গঙ্গারামপুর এলাকায় প্রায় চার বছর আগে (চাচাদের বাড়িতে থাকা) একটি মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর মাথায় সমস্যা হলে বছর খানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি (তালাক) হয়।

চার মাস আগে তিনি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে আসছেন। বৃহস্পতিবার এলাকার একটি ইসলামী জালসায় যান আসিফ। জালসা থেকে ফেরার পথে সাবেক স্ত্রীর চাচাদের বাড়িতে ওঠেন। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয়েছিল যে আপনার ছেলে আমাদের বাড়িতে আসছে দ্রুত নিয়ে যান। এরপর সকালে তার গলাকাটা মরদেহের খবর পাওয়া যায়।

আরও পড়ুন

নিহতের ছোটভাই নিরব হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে বিকেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কাছারপুরের একটি জালসায় যায়। এরপর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই। ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পেনাল্টি মিসে বড় হার মায়ামির

বিকেলে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা

দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস 

১২১ বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার প্রতিবেদন

আজ অঘোষিত মহাযুদ্ধে মুখোমুখি ভারত-পাকিস্তান

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি রাশেদের