ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বিজয়ের মাস থেকে দিঠির কন্ঠে নতুন নতুন গান.. 

বিজয়ের মাস থেকে দিঠির কন্ঠে নতুন নতুন গান.. 

অভি মঈনুদ্দীন: উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার বেশকিছু দিন দেশের বাইরে ছিলেন। মূলত এবার দিঠি তার বড় ছেলে আদিয়ান চৌধুরীকে যুক্তরাষ্ট্রের ‘জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি’তে বিজনেস ম্যানেজম্যান্টে  ভর্তিও কাজ সম্পন্ন করতে গিয়েছিলেন। তারপরও ছেলের ভর্তির কাজ শেষে সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশগ্রহন করেন দিঠি।

এরইমধ্যে মধ্যে তিনি দেশেও ফিরেছেন। দেশে ফিরে তিনি তার কাজে ব্যস্ত সময় পার করছেন। গতকালই বিটিভির একটি অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন তিনি। পাশাপাশি তার বাবারই লেখা পাঁচটি নতুন মৌলিক গান প্রকাশ নিয়ে নানান ধরনের কাজে ব্যস্ত। দিঠি জানান আগামী ডিসেম্বরে অর্থাৎ বিজয়ের মাসে প্রথম তার বাবার লেখা একটি দেশাত্ববোধক গান প্রকাশ পাবে। গানটির সুর সঙ্গীত করেছেন অপু আমান। এরপর ভালোবাসা দিবসে তার বাবারই লেখো দিঠি ও অপু আমানের দ্বৈত গান প্রকাশ পাবে। অপু আমানের সুর করা আরো একটি গান প্রকাশ পাবে। অর্থাৎ দিঠির বাবার লেখা তিনটি গানের সুর সঙ্গীত করেছেন অপু আমান। আর বাকী দুটি গানের সুর সঙ্গীত করেছেন সজল দাস (সুবল দাসের ছেলে) ও মোমিন বিশ্বাস।

আরও পড়ুন

দিঠি বলেন,‘ আব্বুর গানগুলো নিয়ে আসলে অনেক বড় পরিকল্পনা আমাদের। আব্বুর নামে একটি ইউটিউব চ্যানেলে হবে। সেখানেই গানগুলো প্রকাশ পাবে। বিজয়ের মাসে যে গানটি প্রকাশ পাবে, শিগগিরই সেই গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করা হবে। আশা করছি মিউজিক ভিডিওটি ভালো হবে। গানটির পুরো কাজ শেষ। আমি আব্বুর এই দেশের গানটি নিয়েও আশাবাদী। আর অপু’সহ বাকী যে দু’জন গানের সুর সঙ্গীত করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি। কারণ সবাই ভীষণ মন দিয়ে কাজ করেছেন। এটাও সত্যি আমার আব্বুর গান সুর করতে পারাটাও ভালোলাগার এবং গর্বের বিষয়।’ এদিকে দিঠি আজ গ্লোবাল টিভি’তে সরাসরি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।  উল্লেখ্য, দিঠি সর্বশেষ ‘ফোবানা সম্মেলন’-এও সঙ্গীত পরিবেশন করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর জন্মদিন আজ

বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই পড়ানো নিষিদ্ধ করল তালিবান

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে