ভিডিও বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৪, ০৩:৩২ দুপুর

বরখাস্ত হওয়া কোচের কাছে ক্ষমা চাইলেন ব্রুনো

বরখাস্ত হওয়া কোচের কাছে ক্ষমা চাইলেন ব্রুনো, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দলের দুর্দশায় বরখাস্ত হয়েছেন এরিক টেন হাগ। তারপর এই ডাচম্যানকে ফোন করে ক্ষমা চেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। ঠিক কী কারণে ক্ষমা চেয়েছেন সেটার ব্যাখ্যা দিয়েছেন তিনি। 

টেনহাগের বরখাস্তের পর প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে ম্যানইউ মুখোমুখি হয় চেলসির। সেখান থেকে ১-১ ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। তার পরই ব্রুনো জানান, টেন হাগের সঙ্গে তার কথোপকথনের কথা। তিনি স্বীকার করেছেন, দলের ব্যর্থতার জন্য খেলোয়াড়দেরও নিজেদের ব্যর্থতার ভারটা নেওয়া উচিত, ‘যখন কোচকে চলে যেতে হয়, তখন কিন্তু কিছু দায় নিজের কাঁধেও নিতে জানতে হয়। কারণ দল ভালো করছে না।’ স্কাই স্পোর্টসকে ব্রুনো বলেছেন, ব্যর্থতার জন্য ১৫ জন খেলোয়াড়ের চেয়ে কোচকে ছাঁটাই করা সহজ, ‘১৫জন খেলোয়াড় সরানোর চেয়ে কোচকে সরিয়ে দেওয়া সহজ। আমি টেন হাগের সঙ্গে কথা বলেছি, তার কাছে ক্ষমা চেয়েছি। আমি খুব হতাশ হয়েছি তাকে এভাবে চলে যেতে হয়েছে দেখে। চেষ্টা করেছি তাকে সাহায্য করতে। আমিও গোল পাচ্ছিলাম না। দলও স্কোর করতে পারছিল না। তাই নিজেকে দায়ী মনে করছিলাম।’

কোচ চলে যাওয়ার বিষয়টাকে ভালোভাবে নিতে পারেননি ব্রুনো। তার মতে, ‘কোচ চলে যাওয়ার বিষয়টা কারও জন্যই সুখকর না। কারণ দল সেরা অবস্থায় নেই, ফলও ভালো হচ্ছে না। অথচ মাশুল দিতে হচ্ছে তাকে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষকদের | Daily Karatoa

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাবি’র কর্মসূচি ঘোষণা

আজ বগুড়া এ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনের ভোট গ্রহণ  

কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন | Rizvi | Bnp | Daily Karatoa

কখন পদত্যাগ করবেন, জানালেন আসিফ মাহমুদ

আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বাস করেঃ শাহজাহান চৌধুরী