ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

শেষ মুহূর্তের নাটকীয় গোলে হার মায়ামির

শেষ মুহূর্তের নাটকীয় গোলে হার মায়ামির, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আটলান্টার মাঠে জিতলেই এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফে সেমিফাইনাল নিশ্চিত হতো ইন্টার মায়ামির। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় এক গোল হজম করায় তিন ম্যাচের প্লে-অফ সিরিজটা এখন ১-১ সমতায় চলে এসেছে। মায়ামির ২-১ গোলের হারে শেষ ম্যাচটা পরিণত হয়েছে নকআউটে।  

ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় মায়ামি। ৪০ মিনিটে সেই গোলে ভুলটা ছিল আটলান্টার গোলকিপারের। গোল কিক নিতে গিয়ে বল দেন মায়ামির ফেদেরিকো রেডোন্ডোর পায়ে। সেই বল আবার মার্টিনেজের কাছে গেলে তিনি জাল কাঁপিয়েছেন। বিরতির পর ৫৮ মিনিটে সমতা ফেরায় আটলান্টা। যার কারিগর ছিলেন পেদ্রো আমাদর। তার দেওয়া ক্রস থেকে হেড করে জালে বল পাঠান ডেরিক উইলিয়ামস। তারপর লিওনেল মেসির সুযোগ ছিল ব্যবধান বাড়িয়ে নেওয়ার। ৮৩ মিনিটে লুজ বল তার কাছে চলে এলেও সেই বল তিনি মারেন বারের ওপর। তার পর মনে হচ্ছিল ম্যাচটার বোধহয় পেনাল্টি শুটআউটে ভাগ্য নির্ধারণ হবে।  কিন্তু ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে দেয়নি আটলান্টা। যোগ হওয়া সময়েই ম্যাচের ভাগ্য বদলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি এনে দেন বদলি হয়ে নামা জান্ডে সিলভা।

আরও পড়ুন

অবশ্য এই গোলের পর মাত্রাছাড়া উদযাপনে হলুদ কার্ডও দেখেন তিনি। গোল করেই ছুটে গিয়েছিলেন মায়ামির দর্শকদের কাছে। সেখানে নিজের জার্সি ছিঁড়ে চিৎকার করলে তাৎক্ষণিক শাস্তি পান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হত্যা মামলায় শিশু অপরাধীর ১০ বছরের আটকাদেশ

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল ছিনতাই

বৃষ্টি হলেই বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয় মাঠে হাঁটুপানি

নওগাঁয় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাত ফারিয়াকে ঘিরে উত্তাল মিডিয়া

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন